কালিহাতীতে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫টি ভেকু বিনষ্ট ও অর্থদণ্ড
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে পৃথক পৃথক স্থানে টাঙ্গাইল জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান। ৫টি ভেকু, ১টি ড্রেজার মেশিন ও পাইপ লাইন বিনষ্টসহ দুইজনকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে কালিহাতি উপজেলার পৌলী নদীতে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক ও সিনথিয়া হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এসময় ভ্রাম্যমান আদালত পৌলী নদীর পশ্চিম পাশে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ভেকু বিনষ্ট করে। পরে দুইজনকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা প্রাপ্ত ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল পৌর এলাকার বিশ্বাস বেতকার সিদ্দিকুর রহমান রানাকে ১ লাখ ও কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মোঃ শফিকুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
উল্লেখ যে টাঙ্গাইলের বর্তমান প্রভাবশালী এক নেতার ছত্র ছায়ায় বিভিন্ন মহল ম্যনেজ করে একক ভাবে বিভিন্ন পয়েন্ট কিছু ক্যডারদের পহরা বসিয়ে এক প্রকার দস্যুতার সাথেই এই মাটি কেটে দীর্ঘ দিন ধরে বিক্রি করে আসছে। যে দৃশ্য টাঙ্গাইল কালিহাতীর পৌলী নদীর উপরদিয়ে যারা যাতায়াত করেছেন তারা অবশ্যই দৃশ্য দেখেছন। শুধু রয়েগেছে প্রশাসন ও কর্তৃপক্ষের ও সচেতন মিডিয়ার চক্ষু আরালে এই নদীর দক্ষিন পারে প্রধানমন্ত্রীর গৃহহীনদের আশ্রয়ন প্রকল্প একে বাড়ে নদীর কুলে এই মাটিকাটা ফলে এই প্রকল্পটি নদীতে বিলিন হাতেপাতে। এতোদিন অজ্ঞাত কারনেই কোনো অভিযান হয়নি। গত দুদিন আগে সংবাদ প্রকাশ হলে সবারি টনক নরে। এর পর চলছে এই অভিজান।
বিজ্ঞাপন
একই সময়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে উপজেলার এলেঙ্গা পৌরসভার চরভাবলা হাকিমপুর এলাকায় একটি ভেকু ও বাঁশি এলাকায় একটি ভেকু এবং একটি ড্রেজার মেশিনসহ এক হাজার ফুট পাইপ লাইন বিনষ্ট করা হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।