টাঙ্গাইল ডিবি( দক্ষিণ)কর্তৃীক ১০০০ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি দক্ষিণ) এর মাদক বিরোধী বিশেষ অভিযানে গোড়াই মির্জাপুর থেকে ১০০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বিজ্ঞাপন
১১এপ্রিল রাত ১২:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবির দিক নির্দেশনায় এস আই শফিক এর পরিচালনায় টাংগাইল মির্জাপুর থানাধীন গোড়াই রনার চালা জৈনক লিপি বেগম এর লালান বাড়ির সামনে কাচা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ১০০০ পিস নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ( যাহার মুল্য ৩০০০০০টাকা)সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামী মো: মনির ইসলাম(৩২) কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বাহিরদ্র আটষট্টি পাড়া এলাকার খরশেদ আলী পারামানিক বাড়ির মো: আব্দুল জলিল ও মোছ: জাহানারা বেগমের ছেলে।
বিজ্ঞাপন
মাদক ব্যবসায়ী মোঃ মনির ইসলাম মির্জাপুর থানাধীন বাওয়ার কুমারজানি পাল পাড়া এলাকার শরিফ মিয়ার মেয়ের জামাতা।এই এলাকায় শশুড়বাড়ি হোওয়ার সুবাদে শশুড় বাড়ি এবং এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন বাসায় ভারা থেকে মাদক ব্যবসা চালাতেন।
বিজ্ঞাপন
ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সে দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ করে আসছে।
বিজ্ঞাপন
টাঙ্গাইল ওসি ডিবি দক্ষিণ মো: হেলাল উদ্দিন বিপিএম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান আমারা মাদক মুক্ত দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। আমাদে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
আসামির বিরুদ্ধে মির্জাপুর থানায় প্রচলিত আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (৩৬) সারনির ১০( ক) ধারায় মামলা হয়েছে মামলা নং ৭ তারিখ ১১/০৪/২০২৩ ইং।