টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইকালে ০২ ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ঘাটাইলের রামদেবপুর মীরপারায় অটো ভ্যান ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গত ২৫এপ্রিল ২০২৩ অটোভ্যান চালক সকাল ১১:০০ ঘটিকার সময় ঘাটাইল থানাধীন সাগরদিঘী বাজার থেকে আশারিয়াচালা যাওয়ার কথা বলে ০২ জন যাত্রীবেশে ছিনতাইকারী অটোভ্যান ভাড়া করে। পথিমধ্যে ঘাটাইল থানাধীন রামদেবপুর সাকিনস্থ মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমান ৫০০ মিটার পূর্ব পাশে আলীর মোড় নামক বনের ভিতরে পৌঁছাইলে যাত্রীবেশে ছিনতাইকারীরা অটোভ্যান চালককে অটোভ্যানটি থামানোর জন্য বলে এবং তাদের কাছে থাকা ০২টি লোহার কাঁচি বাহির করে অটোভ্যান চালক কে মৃত্যু ও গুরুতর আঘাতে ভয়ভীতি দেখিয়ে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মেরে অটোভ্যান হতে ফেলে দিয়ে জোরপূর্বক অটোভ্যানটি ছিনতাইকালে বেলা ০২:৩০ ঘটিকায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
বিজ্ঞাপন
ধৃত আসামী ১। মো: বাবুল হোসেন (২৭) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন আনুহাদী এলাকার মো: আবুল কালাম এর ছেলে। আসামী ২।মো: জাকির হোসেন (২৫), একই এলাকার মো: জামাল উদ্দিন এর ছেলে। এই সংক্রান্তে ঘাটাইল থানার মামলা নং-০৮, তারিখ-২৬-০৪-২০২৩, ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু হয়েছে।
বিজ্ঞাপন
ধৃত আসামীদ্বয়দের হেফাজত হতে ছিনতাইকৃত ০১টি তিনচাক্কা বিশিষ্ট ব্যাটারী চালিত ০১টি অটোভ্যান, ০২টি কাঁচি, ০১টি সাদা স্কসটেপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীদের কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোভ্যান ছিনতাই এর ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদেরকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।টাঙ্গাইলের পুলিশসুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।