নাগরপুরে মহিলা আওয়ামীলীগের কর্মী সভা
নাগরপুর প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে নাগরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ জাহানারা খাতুনের সভাপতিত্বে ও কামরুনাহার লাইলীর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিজ্ঞাপন
কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, নাগরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা বেগম, রুমা খান, ফরিদা বেগম, হোসনে আরা রোজী, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মির্জা ফারহানা হোসেন মুক্তি, হোসনেয়ারা নাজমা, রুবী নিগার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাহার শিকদার ও শহর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাভলী তালুকদার প্রমুখ।
বিজ্ঞাপন
কায়কোবাদ/ নাগরপুর/টাঙ্গাইল/তারিখঃ- ১১.০৫.২৩ ইং।