(বাপসা) ‘র কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতিকে ভূঞাপুরে সংবর্ধণা
খন্দকার মাসুদ রানা :ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ইউপি সচিব সোহরাব আলীর গণ সংবর্ধণা বুধবার (১৭ মে) রাত ৮ টায় গাবসারা ইউনিয়নের রেহাই গাবসারা সোহরাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব সোহরাব আলী বাংলাদেশ ইউিনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) ‘র কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এই গণ সংবর্ধণার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ’ র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভূঞাপুর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম বাবলু।
বিজ্ঞাপন
গাবসারা ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, আ’লীগ নেতা সরন দত্ত, অর্জুনা ইউপি সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গোবিন্দাসী ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা ও আমিনুল ইসলাম আমিন, আ’লীগ নেতা শফিকুল ইসলাম বাদল।
বিজ্ঞাপন
বক্তব্য রাখেন, নূরুল ইসলাম, আব্দুল বাছেত আকন্দ বাদশা, আব্দুস ছালাম মন্ডল, মহর মন্ডল, ছাত্রলীগ নেতা ইমরান চকদার প্রমুখ।