র্যাব এর একটি যৌথ অভিযানে অপহরণ ও ধর্ষণকারী মামলার পলাতক আসামী গ্রেফতার।
র্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ এবং র্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথঅভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা হতে অপহরণ ও ধর্ষণকারী মামলার এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার।
বিজ্ঞাপন
গত ১৮ জুন ২০২৩ ইং তারিখ রাত ১০.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতেমোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর এবং র্যাব-৪ এর সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অপহরণ ও ধর্ষণকারী মামলায় এজাহার নামীয় এক আসামী গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামী মোঃ শরিফ পরামানিক (২৩) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন চর গোপালপুর এলাকার মৃত নেজামত পরামানিক এর ছেলে।
সূত্রঃ বেলকুচি থানার মামলা নং-১১/১০৮ তারিখঃ ২১/০৫/২৩ ইং; ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ মূলে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ভিকটিম মোছাঃ নুরী খাতুন ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপাড়া করত। আসামী মোঃ শরিফ হোসেন (২৩) ভিকটিম মোছাঃ নূরী খাতুন এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তা হতে অজ্ঞাতনামা একটি মাইক্রো যোগে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে ধর্ষণ করে গত ২১ মে ২০২৩ তারিখ থেকে প্রায় ০১ মাস যাবৎ পলাতক ছিল। পরবর্তীতে, র্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী মোঃ শরিফ প্রাং কে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জয়মন্টপ বাজার এলাকা থেকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ,র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।সেই ধারাবাহিকতায় এই অভিযান। র্যাবের এধরনের অভিযান চলমান থাকবে।