- জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যগে প্রবীন সাংবাদিক ও চারণ কবি এম এ ছাত্তার উকিলের স্বরণসভা ও দোয়া মাহফিল৷
সাগর আহামেদঃ- টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে প্রবীন সাংবাদিক ও চারণ কবি এম এ ছাত্তার উকিলের স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
গত ৬ই জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যাগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক অলক কুমারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাসুদুর রহমান (মিলন)।
দোয়া মাহফিলে চারণ কবি প্রবীন সাংবাদিক এম এ ছাত্তার উকিলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন , এপার বাংলা ওপার বাংলার কবি, সাংবাদিক মাহমুদ কামাল, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কামনাসিশ শেখর,সাপ্তাহিক গণ বিপ্লব প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী, এম এ ছাত্তার উকিলের ছেলে মোঃ তাইজুল ইসলাম (টুটুল) ও তার বড় মেয়ে মোছা : শাম্মী আক্তার(শম্পা)৷
এসময় দৈনিক কালের বার্তার চীপ রিপোটার মো: খোরশেদ আলম, দৈনিক কালের বার্তার নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফা কামাল সহ চারণ কবি প্রবীন সাংবাদিক এম এ ছাত্তার উকিলের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষিরা অংশ নেন।
উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের স্থায়ী সদস্য এবং সিনিয়র সহসভাপতি সাপ্তাহিক মৌবাজার ও দৈনিক কালের বার্তা পত্রিকার সম্পাদক, ছড়াকার এম এ ছাত্তার উকিল গত ৩ জুলাই (সোমবার) সন্ধ্যা ৬ঃ৫০ মিনিটে তাহার নিজ বাসবভনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন।