টাঙ্গাইলে এক দিনে ১ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির ধারাবাহিকতায় নাগরপুরেবৃক্ষ রোপণউৎসব ২০২৩ অনুষ্ঠিত
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: বর্তমানে বৈশি^ক উষ্ণায়নের প্রভাবে গত কয়েক বছর যাবত দেশের তাপা মাত্রা ক্রমেই বেড়েই চলেছে। এই প্রচন্ড তাপদাহ হ্রাসে গাছের ভূমিকা অপরিসীম । এ লক্ষে জেলা, প্রশাসন টাঙ্গাইল এর উদ্যোগে এক যুগে সারা জেলায় এক দিনে ১ লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারা বাহিকতায় টাঙ্গাইলে নাগরপুরে বৃক্ষ রোপণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এসময় উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭৪১০টি গাছের চারা বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদেও মিলয়াতনে বৃক্ষ রোপণ উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্তে¡ ও সহকারীশিক্ষা অফিসার জি এম ফুয়াদেও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুব রহমান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল প্রমুখ।এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীরা অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে দূস্থ ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য টিটু।
বিজ্ঞাপন
অপরদিকে উপজেলার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাষ ঘুনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন উদ্ভোধন ও ধুবড়িয়া নয়াপাড়া থেকে লক্ষিদিয়া রাস্তার ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিজ্ঞাপন
উদ্ভোধনের সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: মাহবুব রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহব্যায়ক মাহফুজুর রহমান এমবি, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো: সজীব মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন সহ ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
নাগরপুর, টাঙ্গাইল। তারিখ: ১৫/০৭/২০২৩ইং