নাগরপুর ব্রীজ রাস্তা ও মদির পরিদর্শন করলন এমপি টিটু
নাগরপুরথেকেকায়কাবাদ : টাঙ্গাইলর নাগরপুর উপজলার চলমান কাজর ব্রীজ, রাস্তা ও মদির পরিদর্শন করলন টাঙ্গাইল-৬ (নাগরপুর দলদুয়ার) আসনর সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার সকাল উপজলার ভারড়া ইউনিয়নর চবাড়ীয়া বাজার থক বাটরা বাজারর রাস্তা, কাকাদাইর নদী উপর ৫০ মি. ব্রীজ ও গয়হাটা হিদু সম্প্রদায়র শ্রী শ্রীরাধা গাবিদ মদির পরিদর্শনকাল এমপি টিটু বলন, বর্তমান সরকারর আমল য উনয়ন হয়ছ তা আর কান সরকারর সময় হয়নি। সামন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা যদি নকার বিজয় নিশ্চিত করত পারন তাহল আগামিত নাগরপুর হব উনয়নর রাল মডল।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলন, নাগরপুর উপজলা পরিষদর ভাইস চয়ারম্যান মা. হুমায়ুন কবীর, উপজলা প্রকশলী কর্মকর্তা মা, মাহাবুর রহমান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগর সাধারন সম্পাদক মা. রাশদুল ইসলাম রাশদ,উপজলা ছাত্রলীগর সভাপতি মা. আজিম হাসন রতন, গয়হাটা ছাত্রলীগর সভাপতি রাজু আহাম্মদ রাজীবসহ গণ্যম্যান্য ব্যাক্তিবর্গরা।
নাগরপুর,টাঙ্গাইল/তারিখঃ- ১৯.০৭.২৩ইং।