প্রায়ত প্রবীণ সাংবাদিক চারণ কবি এম এ ছাত্তার উকিল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল
সাগর আহামেদ ঃ- টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যগে প্রায়ত চারণ কবি এম এ ছাত্তার উকিলের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
গত ৩০শে জুলাই (রবিবার) দুপুর ১টায় টাঙ্গাইল প্রেসক্লাব কনভেনশন সেন্টারে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সঞ্চালনায় স্মরণ সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আবদুর রহিম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী রিপন প্রমুখ।পরিবারের পক্ষথেকে স্মৃতিচারন করেন তার একমাত্র পুত্র তাইজুল ইসলাম টুটুল। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাসুম ফেরদৌস।
বিজ্ঞাপন
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায়ত চারণ কবি এম এ ছাত্তার উকিল ১৯৭৪ থেকে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন ১৬ নভেম্বর ১৯৯১ খ্রি: থেকে সাপ্তাহিক মৌবাজার ২ সেপ্টেম্বর ২০১২ খ্রি: দৈনিক কালেরবার্তা পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে সম্পাদক ও টাংগাইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি টাঙ্গাইল জজকোর্ট এর সিনিয়র বিজ্ঞ আইনজীবী ছিলেন।